1. [email protected] : shahidcadeths :
ব্যবস্থাপনা পরিচালকের বাণী - Shahid Cadet Academy
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম!
  • Hotline
  • +8801714784004 +8801611527361
  • Location
  • Abdul Hamid Road (Behind Ansar Camp) Foy's Lake, Chattogram-4202
  • ব্যবস্থাপনা পরিচালকের বাণী

    শিক্ষার আলোয় আলোকিত দেশ ও জাতি গঠনের প্রত্যয় নিয়ে ১৯৮৬ সাল থেকে নিরন্তর আলো ছড়িয়ে আসা ‘শহীদ ক্যাডেট একাডেমির’ পক্ষ থেকে অভিনন্দন। তথ্য-প্রযুক্তি ও আধুনিক যুগোপযোগী শিক্ষায় সৎ, দক্ষ ও মেধাবী মানুষ তৈরির লক্ষ্যে আমাদের পথ চলা। মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্খা পূরণে ডিজিটাল সোনার বাংলা গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। নিরক্ষতা ও অজ্ঞতার বেড়াজাল ছিন্ন করে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। সময়ের প্রয়োজনে সৃজনশীল, বাস্তবধর্মী, কর্মমুখী ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার ব্রত নিয়ে ‘শহীদ ক্যাডেট একাডেমির’যাত্রা শুরু। এ পথ চলায় আপনাদের পাশে পেয়ে আমরা গর্বিত। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা আমাদের পথকে প্রশস্ত করেছে।
    আমরা যে মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করি সেটি আজ কচিপল্লব থেকে মহীরুহে রুপান্তরিত হয়েছে। সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার যে দায়িত্ব/কর্তব্য পালন করে আসছি তা সব সময় উন্নতির ধারায় অব্যাহত আছে। আলোর দিশারি হিসেবে অভিহিত শহীদ শিক্ষা পরিবারের কর্ণধার ও মধ্যমনি সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ জনাব মো: শহীদুল আলম শহীদ স্যারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা গড়ে যাচ্ছি উন্নতির সোপান।
    বিগত বছরের কর্মকান্ডের গতিকে আরো বেগবান করে আগামী দিনে ‘শহীদ ক্যাডেট একাডেমি’ আসছে আন্তর্জাতিক মানের শিক্ষার বার্তা নিয়ে। শিশুদের মানসিক ও মেধার পূর্ণ বিকাশে অনলাইন সুবিধাসমূহ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাবসহ অত্যাধুনিক মানের কো-কারিকুলাম। আপনাদের সচেতন অনুভূতি, অভিজ্ঞতা, মতামত ও সহযোগিতা আমাদের কর্ম প্রয়াসকে আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা রাখি-ইনশাহ্ আল্লাহ।

    মো: তারিক শহীদ সাদী
    ব্যবস্থাপনা পরিচালক (উত্তরাধিকার সূত্রে) এবং ভবিষ্যৎ চেয়ারম্যান
    শহীদ ক্যাডেট একাডেমি