প্রিয় সুহৃদ,
আপনার উপর শান্তি ও দয়া বর্ষিত হউক। আমরা কাজ করি জাগরণ ও উপলদ্ধির বিষয়ে। শিক্ষা, সামাজিকতা, ধর্মের মূল বিষয় হল পরিবর্তন, উন্নয়ন-যে উর্বরতার ফলে জন্ম নেই-নৈতিকতা, মূল্যবোধ, আচারআচরণ ও চারিত্রিক উৎকর্ষতা। আমরা এমন পরিবর্তন আশা করি, যেটা হবে ভেতরগত এবং বাহ্যিক। দরকার প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং নিজের দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণার বহিঃপ্রকাশ। স্পষ্ট করতে চাই সম্মিলিত কাজের মূল্য এবং একাকিত্ব, অহংকার, হিংসা, গর্বের পষ্চাৎ পদতা। আমরা বুঝাতে চাই দায়িত্ব ও সুনাগরিকের কর্তব্য এবং বিপরীতে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি সমাজের কত বড় স্তবিরতা। উদ্ভাবনী দক্ষতা এবং এগিয়ে যাওয়ার আনন্দ। আমরা বলতে চাই, অল্পতে সন্তুষ্ট থাকা- কৃতজ্ঞতার তিপ্ততা। আমরা স্পষ্ট করতে চাই, মদ, নারী, অসার কতাবার্তা এবং সমালোচনার বিরক্তিকর অধ্যায়। ষড়যন্ত্র, অকৃতজ্ঞতা মিথ্যাচার, মানুষকে ছোট করা, কুরুচিপূর্ণ সংকীর্ণ মন-মানসিকতা অস্বস্তিকর বিষয়ের শেষ পরিনতি। বিনয়, সদ্ব্যব্যবহার সঠিক উপস্থাপনা, শারীরিক ভাষা, সৎ সাহসিকতা, দক্ষতাই ব্যক্তিত্বের উৎকর্ষতার বিষয়। অনবরত সত্য জানা এবং তার বাস্তবায়নই সেরা সাফল্য। হৃদয়ের মণি কোঠায় গেঁথে দিতে চাই, প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, সততা-দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, সৃষ্টির সেবা এবং স্রষ্টার আরাধনা নিবৃষ্ট থাকায় আধ্যাতিক আনন্দ।