1. [email protected] : shahidcadeths :
দায়িত্বের খোঁজে - Shahid Cadet Academy
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম!
  • Hotline
  • +8801714784004 +8801611527361
  • Location
  • Abdul Hamid Road (Behind Ansar Camp) Foy's Lake, Chattogram-4202
    • নভেম্বর ৭, ২০২২
    দায়িত্বের খোঁজে

    রাজ্যে শাসক, প্রজা সব আছে বিস্তৃতি, উন্নয়নও চলছে কিন্তু কি- যেন নেই। শাসক, প্রজার চাইতে বেশী খেতে পারে না কারণ সে প্রজার মত মানুষ কিন্তু সবসময় তার চাহিদা এবং ক্ষমতার অপব্যবহার বেশি। বেশি খাবার যদি হজম না হয় এবং পায়খানা যথাযথ না হয় তাহলে সেটা যে কতটা অসস্থিকর তা যদি আরো স্থায়ী হয় তা হবে ভীষন বিপদজনক। মানুষ নামক প্রাণী ভীষণ ব্যস্ত, লোভী, স্বার্থপর তার সমস্ত কল্পনা শুধু নিজেকে ঘিরে। মানুষ আত্ম ভুলা তার পরিচয়, দায়িত্ব, জবাবদিহিতা এবং আত্ম শুদ্ধিতে আনমনা। মানুষ তার সংক্ষিপ্ত জীবনে তার পরিচয় এবং দায়িত্ব না জেনে যেন লোকায়। মানুষের লোকানোর কোন জায়গা নেই কারণ সব জায়গায় স্রষ্টার সীমানা প্রাচীর এবং নজরদারি আছে।
    আপনি যেখানে থাকেন, যাই করেন, আপনার বর্ণ, গোত্র যাই হোক না কেন আপনার সময় কিন্তু নির্ধারিত। আপনি কল্যানকর কাজ করতে কখনও ভুল করবেন না। আপনি শত প্ররোচনায় যেন সত্য বিমুখ না হন। আপনি ভালো-মন্দ থেকে যা অর্জন করেন তা একান্তই আপনার। তা হতে হবে শ্রেষ্ঠ নন্দিত-নিন্দিত নয়। আপনি এখানে ছোট হতে আসেননি। এসেছেন সম্মানিত হতে, সম্মান দিতে। আপনার ইচ্ছা আপনাকে পরিচালিত করে। তা হতে হবে সৎ এবং বৃষ্টির পানির মত বিশুদ্ধ। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতায় দায়িত্ব কি তাই ভুলে গেছেন। দায়িত্ব হল পাথরেরর মত ওজন, লোহার মত শক্ত, ক্ষমার মত কোমল যে পারে সে বহন করতে চায় না। সমতা ছাড়া দায়িত্ব কোথায়? ন্যায় বিচারক ছাড়া শাসক কে? সৎ ইচ্ছা, নজরদারি ছাড়া ভালো কাজ কোথায় হয়?
    আপনি হবেন ফলবান বৃক্ষের মত – ফুলের গন্ধ শুভাশিত আর আপনার ফল খাবে পাখি, বর্ণ, গোত্র, ধনী -গরীব সকলে। আপনি মানুষের ভয়-সঙ্কা বা অস্থিরতার কারণ হবেন না। মানুষ আপনাকে দেখে শান্তি পাবে সস্থির সাথে মনের কথা বলবে আনন্দ নিয়ে।
    আপনার ব্যক্তিত্ব, শারীরিক ভাষা, যোগ্যতা, ভাষাগত উচ্চারণ, কর্মদক্ষতা সমাজে আপনার পরিচয় বহন করে। আপনার ভেতরের কিঞ্চিত অসততা, ষড়যন্ত্র স্রষ্টার কাছে পরিষ্কার। এজন্য আপনি কোন এমন কোন কাজ করবেন না। যার ফেরত সহ্য করা অসনীয় হবে।
    কোনদিন অনেক ভুল করেছেন, কোন দিন আংশিক। অনুশোচনা করেছেন এমন দিন কয়টি? আপনাকে বিশ্লেষণ করে কি পেয়েছেন – তাতে আপনার সন্তুষ্টি আছে কি না? তা কি ভেবে দেখার সময় পেয়েছেন? আপনার অনুপ্রেরণা কাউকে স্বপ্ন দেখাতে পারে। তেমনি আপনার ভ্রান্ত চেতনা, ধারণা এবং তথ্য অপরকে বিভ্রান্ত করতে পারে। তথ্য দিতে আপনি শতভাগ নিশ্চিত হয়ে দিন। নাহলে নিরবতা পালন করুন। সমাজে বিশৃঙ্খলা, দুর্বলতায় আপনার সুনাম নষ্ট হবে। ক্ষমায় আপনার সম্মান বাড়বে। কল্যাণ, সৃষ্টির সেবা এবং ¯্রষ্টার সন্তুষ্টিতে অসম্ভব প্রশান্তি লাভ করেন। পাপ করে প্রায়শ্চিত্ত করবেন না – তাহা হবে না।
    আপনি অন্য একজনের মত তাই জন্মেছেন, জরাজীর্ণ, বার্ধক্য, রোগ এবং মৃত্যু এড়াতে পারবেন না। ভালো আচরণ হলো প্রশান্তি দায়ক ঘুমের মত, তৃপ্তি দায়ক ভোগের মত, পরিষ্কার হয়ে পায়খানা হওয়ার মত স্বস্থিদায়ক যা শুধু আপনি পেতে চান অপরের জন্য চিন্তা করেন না। অন্যায়, অপকর্ম করে শয়তানের বন্ধু হতে পারলেও শত্রু হতে পারবেন না। আপনার কর্মের দুর্নাম, ক্ষতির অধ্যায় রচনা না করে সুখ্যাতি করুন।
    মিথ্যাচার ষড়যন্ত্রে লিপ্ত থেকে শুধু আপনার অসম্মান- ক্ষতি, দীর্ঘস্থায়ী হবে। আপনার অন্তর, মস্তিষ্ক এবং দেহের সকল অঙ্গ-প্রতঙ্গ মিলে কল্যাণে নিয়োজিত থেকে আপনাকে এবং সমাজকে কলঙ্ক মুক্ত করুন।

    Headmaster

    মোঃ হাবিব উল্ল্যাহ
    বিএসএস (অনার্স)
    এমএসএস (রাষ্ট্র বিজ্ঞান); এমজিএস (ঢাবি)
    পরিচালক (শিক্ষা)
    শহীদ ক্যাডেট একাডেমি, চট্টগ্রাম শাখা

    25+

    Teachers

    15+

    Departments

    15+

    Class Room

    300+

    Students